প্রকাশ: ২০:৪০, ১৯ ডিসেম্বর ২০২৪
শিক্ষার্থীর নেকাব খোলা বির্তকে অবশেষে খাগড়াছড়ির মাটিরাঙা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও পরীক্ষার কেন্দ্র সচিব কামাল হোসেন মজুমদারকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। তাকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাষ্টপতির আদেশক্রমে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমি শিক্ষা অধিদপ্তরে উপ-সচির (সরকারী কলেজ-২) মোছা: রেবেকা সুলতানা স্বাক্ষরিত পত্রে এই বদলির আদেশ দেওয়া হয়। আদেশে আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন এবং অন্যথায় একই তারিখের অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
উল্লেখ্য, ১৩ ডিসেম্বর মাটিরাঙা সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর সমাজতত্ত্ব পরীক্ষার দিন নেকাব না খোলায় পরীক্ষা দিতে পারে নাই বলে অভিযোগ করেছে শিক্ষার্থী উম্মে আন্জুমানয়ারা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয় ঐ শিক্ষার্থী। পরে তা দ্রুত ছড়িয়ে পরে। এই ঘটনায় অনেকে তীব্র প্রতিক্রিয়া জানান। পরে এক সভায় অধ্যক্ষ কামাল হোসেন মজুমদার ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে ধর্মীয় মূল্যবোধকে বজায় রাখার প্রতিশ্রুতি দেন। এসময় দায়িত্বে থাকা আরেক শিক্ষক সহযোগী অধ্যাপক আবুল হোসেনও নিজের দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ সবার কাছে ক্ষমা চান।
বিভি/পিএইচ
